রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যপুকুর / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের অঙ্গনে  প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যপুকুর  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


                                               পদ্যপুকুর / ১     

তপন উবাচ 

আলোকচিত্র : ডা সিদ্ধার্থ বসু ,মেঘালয়



'কতদিন পর তোমার সান্নিধ্যে এসেছি পাহাড়
এই আমি, সেই আমি, দেখো হাত দিয়ে'
পাহাড় এগিয়ে আসে,
     খপ করে চেপে ধরে হাত, 
' খুব নিঃসঙ্গ আমি
      আর যেন যেয়ো না পালিয়ে। '
                                                

পদ্যপুকুর/ ২ 
আলোকচিত্র : শ্যামলী রক্ষিত

বনাশ্রমে বসে আছি
      কে যেন রাখল কাঁধে হাত
ফিরে দেখি পাশে এসে 
          বসেছে পাহাড় অকস্মাৎ।


                                            পদ্যপুকুর / ৩     


আলোকচিত্র : তৃষ্ণা বসাক



রাস্তারও থাকে কিছু উপাখ্যান
একা একা কিছুক্ষণ হাঁটো
      অবশ্য শুনতে পাবে কতশত নিঃশব্দ গান।


মন্তব্যসমূহ