চিকিৎসায় গফিলতিতে প্রসূতি মৃত্যু , স্মারক লিপি

চিকিৎসকের গাফিলতিতে প্রসূতি  মৃত্যুর অভিযোগ, স্মারকলিপি স্বাস্থ্য আধিকারিককে



  নিজস্ব প্রতিনিধি , ময়নাগুড়িঃ  চিকিৎসকের গাফিলতীর অভিযোগ উঠল ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। যার জেরে প্রসূতি বিভাগে এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই অভিযোগ কে সামনে রেখে সোমবার ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক কে স্মারকলিপি প্রদান করলেন নমঃশূদ্র বিকাশ পরিষদ।

 ঘটনার বিবরনে জানা যায়, গত ২ ই অক্টোবর প্রসূতি বিভাগে ভর্তি হন অঞ্জনা মন্ডল সরকার নামে এক মহিলা। সেই রাতেই ছেলে সন্তান প্রসব করলেও মায়ের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দ্রুত পরিবারের লোককে ডেকে স্থানান্তরিত করার কথা বলেন। কিন্তূ এই অবস্থায় রোগীর প্রচন্ড রক্তপাত হয়। পরিবারের লোক দ্রুত জলপাইগুড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করলেও হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা টাকা নেওয়ার জন্য আটক করেন বলে অভিযোগ। এই অবস্থায় অনেকটা সময় হাসপাতালেই বিলম্ব হয়। এরপর নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ির সদর হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসক বলেন অনেক দেরি করে নিয়ে এসেছেন। অবশেষে সেখানেই ভোররাতে মৃত্যু হয় ওই মহিলার। এরপরই ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন মৃতার পরিবার। সোমবার সেই অভিযোগ কে সামনে রেখে অল ইন্ডিয়া নমঃশূদ্র বিকাশ পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে গিয়ে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করেন। যদিও হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. লাকি দেওয়ান না থাকায় তার অবর্তমানে এক স্বাস্থ্য কর্মী অভিযোগ পত্র জমা নেওয়া হয়। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ লাকি দেওয়ান বলেন," বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।'


মন্তব্যসমূহ