বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত সঙ্কটে

 

বাড়ল পাউরুটি ,সঙ্গে দোসর ডিম , নাভিঃশ্বাস মধ্যবিত্তের 



কুশল দাশগুপ্ত , ৩১ অক্টোবরঃ মধ্যবিত্তের মাথায় আবার খাড়ার ঘা । একে সংসার চালাতে নাভিঃশ্বাস উঠেছে , অন্য দিকে বাজার দর আবার উর্ধ মুখী। সম্প্রতি বেড়েছে দুধের দাম । এবার বাড়ল পাউরুটি সঙ্গে উর্ধমুখী ডিমের দাম । পাউরুটিতে পাউন্ড প্রতি ৪ টাকা বেড়েছে , ডিমে বেড়েছে একটাকা পঞ্চাশ পয়সা প্রতিটিতে । এদিকে বাজারে ইতিমধ্যেই আবার বেড়েছে সবরকম তেলের দাম । বেড়েছে চালের দাম । ফলে পুজো পরবর্তী সময়ে সাধারণ মানুষের সংসার চালাবার বাজেটে একটু সংশোধন আনতে হচ্ছে । আর এই আনতে গিয়েই অর্থের ভাঁড়ারে টান পড়ছে । উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ । একই চিত্র । একটা উদাহরণ দেওয়া যাক      শিলিগুড়িতে বাড়ছে ডিমের দাম।বর্তমানে একটি ডিম কিনতে গেলে ডিমের দাম পড়ছে সাত টাকা করে যেখানে ডিমের ক্রেট কিনতে গেলে দাম পড়ে যাচ্ছে  প্রায় 35টাকা বেশী। বর্তমান দামের চাইতে। এত ডিমের দাম বেড়ে যাওয়ার কারনে ক্রেতাদের সাথে সমস্যায় পড়ে যাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতারা জানিয়েছেন ডিমের দাম বেড়ে যাওয়ায় মাছের দিকেই ঝুকছেন বেশীরভাগ মানুষ। ডিমের দাম বেড়ে যাওয়ার কারনে বিপাকে পড়ে যাচ্ছে রেষ্টুরেন্টগুলিও। যত দামে ডিম কিনছেন তারা ততটা দামে বিক্রি করা মুষ্কিল হয়ে পড়ছে তাদের কাছে। ডিমের দাম বেড়ে যাওয়ার কারনে একেবারেই নিন্ম মধ্যবিত্য মানুষের প্রচণ্ডভাবে সমস্যা তৈরী হয়েছে। অনেকের পক্ষেই বাইরে মাছ এবং মাংশ খাওয়া সম্ভব হয়ে ওঠে না তারা ডিম খেতেই পছন্দ করেন। হোটেলে গিয়ে ডিমের দাম শুনে তাদের চোখ একেবারেই কপালে উঠে গেছে। শুধুমাত্র শিলিগুড়িই নয় জলপাইগুড়ি এবং কোচবিহারেও বেড়েছে ডিমের দাম। জলপাইগুড়ি এবং কোচবিহারে ডিমের দাম প্রতি সাড়ে সাত টাকা দাড়িয়েছে। কেন এত বাড়ছে ডিমের দাম? জানা গেছে ঠিকমত ট্রাক পশ্চিমবঙ্গে না আসায় এই  সমস্যা তৈরী হয়েছে। ঠিকমত গাড়ি আসতে শুরু করলেই আবার কমে যাবে ডিমের দাম জানালেন একজন ট্রাক চালক।তবে কবের থেকে কমবে ডিমের দাম?বলতে পারলেন না তিনি। অন্য দিকে পাউরুটি  নিয়ে আর কোন দিশা দেখাবার রাস্তাই নেই । 

মন্তব্যসমূহ