ডেঙ্গু মোকাবিলায় রাস্তায় মেয়র

 

ডেঙ্গু মোকাবিলায় জোর তৎপরতা , রাস্তায় শিলিগুড়ির মেয়র থেকে কাউন্সিলর 



 কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৬ অক্টোবরঃ  বেড়েই চলেছে ডেঙ্গু।বিশেষ করে শিলিগুড়ির 5নং ওয়ার্ডে ডেঙ্গুর পরিস্থিতি যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে শিলিগুড়ির মেয়রকে। তাই তিনি আজ এম আই সি এবং অন্যান্য কাউন্সিলারদের নিয়ে ঘুরে দেখেন গোটা ওয়ার্ড। যেখানে যেখানে জল জমা হয়ে আছে সেই সেই জায়গাতে জল সরিয়ে ফেলবার নির্দেশ দেন মেয়র।এর মধ্যে গোটা শিলিগুড়ি শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুহাজারেরও বেশী। তাই চিন্তায় মেয়র। শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকা জুড়ে দিনের পর দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পর্যাপ্ত পরিমানে মশার তেল এবং ধোয়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। অন্যদিকে বিরোধীরাও নিজেদের খোলশ ছেড়ে আক্রমন করছেন তৃণমূল কংগ্রেসের বোর্ডকে। সব মিলিয়ে যথেষ্ট চিন্তা পড়ে গেছেন শিলিগুড়ির মেয়র। ডেঙ্গুকে নিয়ে শিলিগুড়িতে মেয়রের ভূমিকা নিয়েও যথেষ্ট অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বহু বছর পরে পুরোপুরি তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে পুরবোর্ড দখল করেছে,সেই সময় তৃণমূল কংগ্রেসের ডেঙ্গুকে নিয়ে যে যে পদক্ষেপ নিচ্ছে সেটা একেবারেই যথেষ্ট নয় বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। হতাশ মেয়র এখন চাইছেন যেভাবেই হোক না কেন এই ডেঙ্গুর প্রভাব থেকে মুক্ত করে দিতে।তাই তিনি এখন একমাত্র ডেঙ্গুকে  নিয়েই চিন্তায় পড়ে গেছেন।তাই ডেঙ্গুর সংক্রমন বন্ধ করাই তার একমাত্র কাজ বলে তিনি নিজেও মনে করছেন।

ডেঙ্গুকে রোধ করতে আজ নিজেই ওয়ার্ডে ঘুরে ধোয়া এবং তেল দিলেন শিলিগুড়ির 28নং ওয়ার্ডের কাউন্সিলার সম্প্রিতা দাস। আজ সকালে তিনি তার গোটা ওয়ার্ড ঘুরেই ওয়ার্ডের শ্রমিকদের নিয়ে তেল এবং ধোয়া দিলেন। শিলিগুড়ির ২৮নং ওয়ার্ডের এই কাউন্সিলার শিলিগুড়ি পুরনিগমের সবচাইতে কনিষ্ঠ কাউন্সিলার।তা হয়েও তিনি যেভাবে কাজ করে চলেছেন তা সকালের প্রশংশা কুড়িয়েছে।তিনি জানালেন আর কিছু নয়,আমি আমার ওয়ার্ড নিয়ে ভাবছি।কিভাবে আমার ওয়ার্ডকে ডেঙ্গুর কবল থেকে রক্ষা করা যায় সেটা নিয়েই আপাতত আমার মাথা ব্যাথা। নিজে তো উদ্যেগ নিয়ে কাজ করেই চলেছেন এই কাউন্সিলার তার সাথে সাথে পাড়ার বেশ কয়েকজন যুবককে দিয়েও কাজ করাচ্ছেন তিনি। জানালেন কাউন্সিলার যখন হয়েই ছি তখন আমি কত ছোট বা কত বড় দেখলে চলবে না,আমাকে মানুষের জন্য কাজ করে যেতে হবে। আমার আপাতত লক্ষ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই এ জেতা,কারন আমাকে আমার ওয়ার্ডের মানুষকে রক্ষা করতে হবে জানালেন সম্প্রিতা দাস শিলিগুড়ির আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলার।

মন্তব্যসমূহ