মালবাজার হরপা বাণে ভেসে যাওয়া মানুষদের উদ্ধারকারীদের বীরপুরুষ সম্মান

 

মালবাজার উদ্ধারকারীদের বীরপুরুষ সম্মান কংগ্রেসের 



   কুশল দাশগুপ্ত , মালবাজার , ১৪ অক্টোবরঃ     আজ   মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে মাল ব্লক কংগ্রেসের সভাপতি  যোগেন সরকার উদ্যোগে ক্রান্তির ঐতিহ্যবাহী বাবা ভান্ডারী দেবের মেলা প্রাঙ্গণে মাল ব্লক কংগ্রেসের স্টোলে গত ইং ০৫ ই অক্টোবর তারিখে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় মাল নদীতে হড়পা বানের কবলে পড়ে অসংখ্য মানুষ ভেসে যাচ্ছিলেন সেই সময় নিজের জীবন এবং পরিবারের কথা চিন্তা না করে, মহম্মদ মানিক,ওম ভুঁইয়া,মনোজ মুন্ডা, রমেশ বাড়াইক, পিন্টু বসাক,ডেভিড তান্ত্রি,রাজ উরাও, কার্তিক মুন্ডা,তরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম সচিন নাইক এরা ঝাঁপিয়ে পড়ে অসংখ্য মানুষের প্রাণ রক্ষা করেছেন।সেই  বীর যোদ্ধাদের   মাল ব্লক কংগ্রেস পক্ষ থেকে তাদের বীরপুরুষ হিসেবে মানপত্র এবং উওরীয় পরিয়ে সন্মানিত করলেন। পাশাপাশি  ক্রান্তি ব্লক অধীন   ভালো কাজের নিরিখে উওর বারঘড়িয়া যুব ফেডারেশন ক্লাব,নিউ ক্রান্তি নেতাজী বয়েজ ক্লাব এবং মৌলানী যুব ইউনিট ক্লাব কে স্মারক সন্মান প্রদান করা হয়।মাল ব্লক কংগ্রেসের কর্মসূচিতে কমিটির সভাপতি মাননীয় যোগেন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি  পিনাকী সেনগুপ্ত , জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক  চন্দন কুমার ঘোষ,উৎপল ঘোষ,মাল বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি  আশিদুল হক, ছাত্র নেতা অর্জুন সরকার, কংগ্রেস নেতা সরিফুল ইসলাম, গৌতম ভৌমিক, স্বদেশ উরাও, দেলোয়ার হোসেন,পঞ্চায়েত সদস্যা অলকা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ