টাইগার হিল যাওয়া বন্ধ

 


টাইগার হিলে বন্ধ হয়ে যেতে পারে গাড়ি চলাচল



এলাকার কোন উন্নতি না হলে টাইগার হিল যাওয়া বন্ধ , জানাল দার্জিলিংয়ের গাড়ির চালকেরা 



সজল দাশগুপ্ত  , দার্জিলিং , ১৮ অক্টোবরঃ টাইগার হিল মানেই বাঙ্গালীর নস্ট্যালজিয়া । একেবারে ভোরের অন্ধকারে উঠে টাইগার হিলে সূর্যোদয় দেখতে না পারলে যেন জীবনটাই অনেকটা অসম্পুর্ণ ।    দার্জিলিং মানেই টাইগার হিল, টাইগার হিলে না যাওয়া হলে দার্জিলিং ভ্রমণ ষোল আনা বৃথা । দার্জিলিংয়ের গাড়ির চালক সংগঠন জানিয়েছে ,  টাইগারের সামগ্রিক উন্নতি না হলে মঙ্গলবার এর পরের থেকে টাইগার হিলে গাড়ি চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সংগঠন জানিয়েছে টাইগার হিলে যেতে হলে বনদপ্তর পর্যটন বিভাগ এবং ট্রাফিক বিভাগকে অর্থ প্রদান করতে হয়। তবে কিন্তু টাইগারের কোন সামগ্রিক উন্নতি হয়নি, যাতায়াতের পথ অত্যন্ত দুর্গম। অবিলম্বে সরকার এ বিষয়ে না ভাবলে, মঙ্গলবার এর পরের থেকে টাইগার হিলে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে দার্জিলিং এ পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। ভোর বেলায় অনেকেই গাড়ি নিয়ে টাইগার হিল দর্শন করতে বেরিয়ে পড়েন, টাইগার হিল মানে অপরূপ সূর্যোদয়ের দৃশ্য, সে মনের মতন দৃশ্য দেখতে অনেকেই দার্জিলিং পাড়ি দেন। অভিযোগ করা হয়েছে কোন ওয়াশরুম নেই, ওয়াচ টাওয়ার বানানো হচ্ছে না, যাতায়াতের পথ অত্যন্ত দুর্গম।

মন্তব্যসমূহ