সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত শিলিগুড়ি
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারিঃ শনিবার একটি সড়ক দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শহর শিলিগুড়ি। শনিবার সকালে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গাটপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইক ও একটি ট্রাকের। ঘটনা একজন নিহত হন, দুইজন আহত হন বলে জানা গেছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই জনতা উত্তেজিত হয়ে ওঠে, ট্রাক্টটিটে অগ্নি সংযোগ করে। এরপর পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয় বলে জানা গেছে। এরপর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত ওই এলাকায় একটি বাইকের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকের মধ্যে তিনজন আরোহী ছিলেন, এই দুর্ঘটনা একজন নিহত ও দুইজন আহত হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন