শ্রমিক পাচারের নামে মানব পাচার রোধে র‍্যালী

 

শ্রম পাচারের নামে মানব পাচার রুখতে সচেতনতা র‍্যালী 



বিশেষ প্রতিনিধি , ক্যানিংঃ কমিউনিটি রিসার্চ এন্ড সোশ্যাল  ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিগত ৫ বছর ধরে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের সঙ্গে নিয়ে কাজ করে চলেছে তাদের অধিকার গুলো সুনিশ্চিত করার জন্য কাজ করছে। প্রায় ৪ টি ব্লক ১০০ টির ও বেশি গ্রামে মহিলা  শিশুদের নিয়ে দল গঠনের মধ্য দিয়ে তাদের একত্রিত করে চলেছে। সমাজের বিভিন্ন ব্যাধি ও  অপরাধ গুলি   প্ৰচার অভিযানের মধ্য দিয়ে বন্ধ করার প্রয়াস চালাচ্ছে।আজ সেই কথা মাথায় রেখে  আই জে এম এর সহযোগিতায় ও ক্যানিং ২ নম্বর ব্লকের যৌথ প্রয়াসে সারাদিন ব্যাপি  ' STOP BONDED LABOUR '   নিয়ে প্রচার চালিয়েছে। এই প্রচারের মুল উদ্দেশ্য ছিল বেআইনি ভাবে শ্রম পাচারের নামে মানব পাচার রোধ করা ।  প্রশাসনের বিভিন্ন অধিকারী গণের উপস্থিতে প্রোগ্রাম শুরু হয়। ট্যাবলো উদ্বোধনী ও বেলুন ছাড়ার মধ্যে দিয়ে প্রচার শুরু হয় । র‍্যালি ও পোস্টার ক্যাম্প ও প্রচার সারা দিন ধরে ক্যানিং ১ , ২  ও বাসন্তী ব্লক জুড়ে চলতে থাকে। এই দিনউপস্থিত ছিলেন  আই সি ক্যানিং , বি ডি ও ক্যানিং ২ বি ডব্ল্যু ও ক্যানিং ২ , জীবনতলা থানার পুলিশ আধিকারিক  ও  বিশিষ্ট অতিথি বৃন্দ । সারাদিন ব‍্যাপি প্রচার ও অনুষ্ঠান পরিচালনা করেন  পাপিয়া শেখ ও আলমগীর মল্লিক সারাদিন । 

মন্তব্যসমূহ