বেকার পরিবহন কর্মীর আত্মহত্যার চেষ্টা

 আত্মহত্যার চেষ্টা বিফলে 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ  জীবনের প্রতি চরম হতাশা এবং আর্থিক অনটনের কারণে রেল লাইনে আত্মঘাতী হতে গিয়েও ইশ্বর কৃপা এবং রেল চালকের সুদক্ষ পরিচয়ের ফলে প্রাণে বেঁচে যান ক্রান্তি ব্লকের এক বেসরকারি পরিবহন কর্মী।নাম রোহিত সরকার বাড়ি ক্রান্তি গ্রাম পঞ্চায়েত এলাকার চিকনমাটি এলাকায়।কালকে সোশাল মিডিয়াতে  ভাইরাল হওয়ার পর  রোহিত বাবু পাশে দাঁড়াতে অনেকে আসতে শুরু করেছেন।সেইমত  ব্রাইট ফিউচার ফ্রী টিউশন নামে এক স্বচ্ছ সেবি সংস্থা রোহিত সরকার বাড়িতে কিছু খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই দিন সংস্থার কর্ণধার নুর নবিউল ও কয়েক জন সদস্য আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী রোহিত সরকার বাড়িয়ে দিয়ে আসেন । এই বিষয়ে নুর নাবিউল জানালেন ,আমরা গতকালকের  ঘটনা শুনে আমাদের সদস্যদের কাছে আর্থিক সহায়তায় নিয়ে আমাদের সাধ্যমত রোহিত সরকার বাড়িতে সহায়তা করতে উপস্থিত হয়েছি এবং তিনি সরকারি ও বেসরকারি সকলকে রোহিত সরকার পাশে দাড়ানোর আহ্বান জানান।   ভাগ্যের জোরে প্রাণে বেঁচে যাওয়া রোহিত সরকার জানালেন ,গত চার পাঁচ মাস কাজে থেকে বসে আছি কোথায় কাজের সন্ধান না পেয়ে চরম আর্থিক সংকটে পরে হতাশায় ভুকছিলাম,সরকারি রেশন খেয়ে কোনরকম দিন চলত,তাই আমার  মানসিক চাপের পরিণীতি কালকের ঘটনা বলে তিনি জানালেন।

মন্তব্যসমূহ