টিয়া পাখি উদ্ধার

 

পাচারের আগেই আটক টিয়া 

 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়িঃ বাজারের ব্যাগের মধ্যে দিয়ে পাচার হচ্ছিল টিয়াপাখি।আজ শিলিগুড়ির এনজেপী পুলিশ আজ টিয়া পাচারকারী দের ধরল। ধৃতরা টিয়াপাখি নিয়ে আলিপুরদুয়ার যাচ্ছিল বলে খবর।আজ সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে টিয়াপাখি নিয়ে পাচারের চেষ্টা করছিল 5পাচারকারী। পুলিশের কাছে আগের থেকেই খবর ছিল।আজ পুলিশ সকাল থেকেই এনজেপী ষ্টেশনে অপেক্ষায় ছিল। মাছের বাজারের অনেকগুলি ব্যাগে প্রায় ষাট টি টিয়াপাখি নিয়ে আলিপুরদুয়ারের দিকে রওয়ানা দিচ্ছিল ওই পাচারকারীরা। কিছু সন্দেহ নিয়ে পুলিশ ওই পাচারকারীদের আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে।তারপরে সন্দেহ বাড়ে তাদের কথার অসঙ্গতিতে তার পরেই পুলিশ খবর দেয় বন দপ্তরের কর্মীদের। তারা এসে উদ্বার করে আটক করে ওই টিয়া পাচারকারীদের। আপাতত তাদের বেলাকোপা বন দপ্তরের অধীনে রাখা হয়েছে বলে



জানতে পারা গেছে।

মন্তব্যসমূহ