প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহজ জয় ভারতের

 


অস্ট্রেলিয়াকে দূরমুশ করে প্রথম টেস্টে জয়, সামি টপকালেন দ্রাবিড় কোহলিকে



 ক্রীড়া সংবাদদাতা , কলকাতা , ১১ ফেব্রূয়ারিঃ     বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টেই ইনিংসে জয়ী হলো ভারত। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস আবারো ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়লো। রোহিত ১২০, রবীন্দ্র জাদেজা ৭০, অক্ষয় প্যাটেল ৮০ , মোহাম্মদ সামির ৩৭ রানের উপর ভর দিয়ে ভারত প্রথম ইনিংসে ৪০০ রান তোলে। এদিন সামি একটি রেকর্ড করলেন, মিস্টার ডিপেন্ডেবেল রাহুল দ্রাবিড় তার গোটা টেস্ট ক্যারিয়ারে ২১ টি ছয় মেরেছেন, ম্যাচ উইনার বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৪ টি ৬ মেরেছেন। আজ মোহাম্মদ সামি এই দুজনকে টপকে গেলেন, তার ৩৭ রানের ইনিংসে বেশ কয়েকটি নজর কারা ছক্কা ছিল। ছয় গুলি মেরে তার টেস্ট ক্যারিয়ারে মোট ওভার বাউন্ডারি সংখ্যা দাঁড়ালো ২৫। অপরদিকে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, ভারতের স্পিন অ্যাটাক রবিচন্দ্র অস্বিন ও জাদেজার  সামনে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারিনি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ৯১রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস, জয়ী হয় এক ইনিংস ও ১৩২ রানে।

মন্তব্যসমূহ