রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - রুবাইয়াৎ/ সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

  আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   

শ্রদ্ধেয় সাহিত্যিক  
তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে রবিবারের  সাহিত্যের অঙ্গনে  প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' রুবাইয়াৎ  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


                                               রুবাইয়াৎ  / ১     

তপন উবাচ 



আলোকচিত্র: মিলা চৌধুরী


একটি একটি করে দৃশ্য ফোটে ধীমান মাটির উপর
দৃশ্যগুলি সারাক্ষণ ঘিরে থাকে আমাকে, তারপর 
ঘুরতে থাকে, ঘুরতেই থাকে, তাদের কেন্দ্রবিন্দু আমি
নিজেও আনুপূর্ব দৃশ্যের অংশ হয়ে উঠি অতঃপর।



                                            রুবাইয়াৎ  / ২     

আলোক চিত্রঃ  তৃষ্ণা বসাক


কখন যে রেখে চলে গেছ অটবীশাখায় এন্তার
রক্তমঞ্জরির মতো রঙে রঙে ভরা উপহার
যেদিকে তাকাই দেখি সর্বত্রই তোমার শরীরচিহ্ন
চতুর্দিকে তাই এত স্বতঃস্ফূর্ত রঙোলা বিস্ফার।



                                               রুবাইয়াৎ       

আলোকচিত্র : সৌরেন বন্দ্যোপাধ্যায়



যেই না বসন্ত এল প্রকৃতিরা পরম রূপসী
সৌন্দর্যমনস্ক যারা করে চলে প্রশংসা ভূয়সী
কবির দুচোখ দেখে প্রতিটি ফুল মহান অক্ষর
এবারে যুদ্ধের প্রস্তুতি-- তাঁর হাতে খাপখোলা মসি।




মন্তব্যসমূহ