পেশ হল রাজ্যে
প্রস্তাবিত ব্যয় বরাদ্দের বাজেট ২০২৩ – ২৪
বিশেষ সংবাদদাতা
, কলকাতা , ১৫ ফেব্রুয়ারিঃ আজ বিধান সভায় রাজ্যের
২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট পেশ করা হল। নজিরবিহীন ভাবে বিধানসভায় বাজেট পেশের
সময় কেন্দ্রের প্রতি আক্রমণ শানান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উঠে আসে
কেন্দ্রের নানা বঞ্চনার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের কবিতা দিয়ে শেষ হয়
বাজেট বক্তৃতা । মুখ্যমন্ত্রী সামান্য কয়েকটি কথা বলেন বাজেট পেশের পর।
আজকের বাজেট
পেশের চমক ছিল অনেক। রাজ্যবাসী আশা করেছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে বাজেটে চমক থাকবে
অনেক। কিন্তু সেই অর্থে চমক ছিল সামান্যই। যেমন রাজ্যের সড়ক উন্নয়নে ‘ রাস্তাশ্রী ‘
প্রকল্পের ঘোষণা , রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ্যভাতা ঘোষণা ( যদিও সেটি একটি কাগজে লেখা আসতেই , মাঝ পথে
বাজেট বক্তৃতা থামিয়ে ঘোষণা করেন অর্থমন্ত্রী ) , এলাকার উন্নয়নে বিধায়ক তহবিলে অতিরিক্ত
১০ লক্ষ টাকা বরাদ্দ , যুব সমাজের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ( এই কার্ড এর সাহায্যে
৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন যুবরা , ১৫ শতাংশ মার্জিন মানি দেবে সরকার ,ব্যাংক গ্যারান্টি
রাজ্য সরকার ) , লক্ষ্মীর ভান্ডার ৬০ বছর পেরলেই বার্ধক্য ভাতার আওতায় ১০০০টাকা ভাতা
, ১৮ থেকে ৬০ বয়েসী মৎস্যজীবীর মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতি পূরণ , । এর বাইরে বলতে যা ছিল , তা চিরচরিত সরকারের বিভিন্ন
বিষয়ে সাফল্যের খাতিয়ান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন