শিলিগুড়িতে বিজেপি'র দিলীপ ঘোষ , রাজ্যে অরাজকতার জন্য দায়ী করলেন তৃণমূলকে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৬ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে দিলীপ ঘোষ।আজ শিলিগুড়ির বিধান মার্কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত নিজে দেখলেন স্থানীয় বিজেপী নেতৃত্বের সাথে। তার সাথে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চ্যাটার্জী। দিলীপ ঘোষ জানান আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি মন্ কি বাতের মতন অনুষ্ঠানের সূচনা করলেন।তিনি জানান এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী আমাদের সবাইকে এক করবার চেষ্টা করেছিলেন।এবং তিনি অনেকটাই সফল হয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একজন অসাধারন মানুষ এবং তিনি জানেন কিভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে চলতে হয়। দিলীপ ঘোষ জানান আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌছাতে।আর তৃণমূল কংগ্রেস চায় মানুষকে আরো পিছিয়ে রাখতে। গতকাল নিশিথ প্রামানিকের কনভয়ে হানার প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এই কাজ করেছে।আর এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা রাজ্যে একটা অরাজকতা নিয়ে চলা দলকে পেয়েছি। এদিন দিলীপ ঘোষের সাথে উপস্থিত ছিলেন নান্টু পাল এবং বিজেপীর অন্যান্য নেতৃত্ব। এদিন দিলীপ ঘোষকে দেখতে ভীড় জমে যায় বিধান মার্কেট এলাকাজুড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন