যাত্রী বিক্ষোভ এন জে পি স্টেশনে

নিউ জলপাইগুড়ি স্টেশনের বর্তমান অবস্থায় যাত্রী বিক্ষোভ 



 কুশল দাশগুপ্ত , নিউ জলপাইগুড়িঃ এন জে পি স্টেশনে সংষ্কার চলছে । মডেল ষ্টেশন হিসাবে পরিচিতি পেতে চলেছে এনজেপিতে। ফলে একেবারেই ওলট পালট অবস্থা। রেল দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানতে পারা গেছে যে আরো এক বছর লেগে যাবে এনজেপী ষ্টেশনকে তৈরী করে রাখতে। যাত্রীদের যাতে কোনভাবেই সমস্যার মধ্যে পড়তে না হয় সেই কারনেই তারা তড়িঘড়ি করে এনজেপি ষ্টেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। তবে এত সবকিছুর মধ্যে যাত্রীদের সমস্যা আরো বেড়েছে বলে দাবী যাত্রীদের। যারা ঘনঘন যাতায়াত করেন এবং যারা স্থানীয় বাসিন্দা তাদের অসুবিধা না হলেও যারা বছরে এক দুবার এনজেপি আসেন তাদের সমস্যা তৈরী হচ্ছে। কোথায় থাকবেন ? কিভাবে টিকিট কাটবেন এবং কোথা দিয়ে যাবেন ?  কোন খবরই নেই রেল দপ্তরের কাছে । বা সঠিক তথ্য দিতে পারছে না রেল দপ্তর। কিভাবে আসতে হবে  এনজেপিতে ,  সেটাও জানতে সমস্যা তৈরী হচ্ছে যাত্রীদের ও উত্তরবঙ্গে আসা পর্যটক দের।  ষ্টেশনে এসে টিকিট কাটার জন্য কাউন্টার খুজছেন যাত্রীরা। তারা জানিয়েছেন সব কিছু ঠিক আছে ,  আধুনিক হচ্ছে সবটাই  , তবে এত অসুবিধা থাকলে কতদিন আর  সহ্য করবেন যাত্রীরা।  একটি সুত্র থেকে  জানা গেছে এই লোকসভা নির্বাচনের পরে জোর দিতে চায় রেল। যাত্রীদের অসন্তোষের কথা কানে এসেছে রেল দপ্তরের আধিকারিক দের। তাই তারাও এখন উঠেপড়ে লেগেছেন অসমাপ্ত কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়। তবে সেটা কতদিন সেটা আপাতত সময় ই বলবে । 

মন্তব্যসমূহ