আবার দুস্কৃতিদের হাতে আক্রান্ত ব্যবসায়ী

 

মালদহে আবার আক্রান্ত ব্যবসায়ী 



বিশেষ সংবাদদাতা , মালদহ , ২৯ ফেব্রুয়ারি:   চুরি, ছিনতাই এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি নিয়ে চলতি মাসেই জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন মালদা জেলা বণিক মহলের ব্যবসায়ীরা। এরই মধ্যে আবারও আক্রান্ত হলেন এক ব্যবসায়ী‌। পালিয়ে প্রাণে বাঁচলেন আরো এক ব্যবসায়ী। জানা যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আক্রান্ত হন ওই মোবাইল ব্যবসায়ী। দুষ্কৃতীরা মোটরবাইকে এসে ওই ব্যবসায়ীকে আটকে রেখে বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় সুজিত কুমার রায় নামে ওই ব্যবসায়ী গুরুতরভাবে আহত হলেও পালিয়ে প্রাণে বেঁচে যান আরো এক ব্যবসায়ী।  জানা গেছে ওই ব্যবসায়ীর বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকায়। মালদা শহরের সর্বমঙ্গলা পল্লী এলাকায় একটি মোবাইলের দোকান রয়েছে তার। প্রতিদিনের মতো গতকাল রাত্রে মোবাইলের দোকান বন্ধ করে তিনি এবং তার এক ব্যবসায়ী বন্ধু বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়  মোটরবাইকের তিনজন এসে তাদের পথ আটকে বন্ধুকে বাট দিয়ে মারধর করা হয়। এরপর মোবাইল বিক্রির প্রায় ১ লক্ষ টাকা চিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তিনজনের মধ্যে একজন কে চিনতে পেরেছেন আক্রান্ত ব্যবসায় সুজিত কুমার রায়। এই ঘটনায় আজ ইংলিশ বাজার থানায় লিখতে অভিযোগ দায়ের করা হয়েছে। 


মন্তব্যসমূহ