মালদহের গাজলে বেহাল রাস্তা, প্রসাশনের দ্বারস্থ গ্রামবাসীরা
বিশেষ সংবাদদাতা ,গাজল, মালদহঃ গাজলের রানীগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। দুদিকে রাস্তা থাকলে মাঝখানে রয়েছে ভাঙা কালভাট। যার ফলে ব্যাপক অসুবিধা হয় পথ চলাচলে। মালদার কাজলের রানীগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পালপাড়া থেকে, আরাজি জলসা মাঝখানের রাস্তার কালভার্ট ভেঙ্গে থাকার ফলে প্রতিদিন পথ চলাচলের সমস্যা হয় কয়েক হাজার মানুষের। জেলার পুরাতন মালদহ গাজল, হবিবপুর ও বামন গোলা মাঝখানে সংযোগকারী এই রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যার ফলে প্রায় কুড়ি কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে মানুষকে আসতে হয়।।বারবার বিভিন্ন মহলেও জানিও কোন লাভ হয়নি চরম সমস্যায় কয়েক হাজার গ্রামবাসী এবার সরাসরি প্রশাসনের দ্বারস্থ হলেন তারা।
মালদহের মহাকুমা শাসকের কাছে রাস্তার সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবিতে লিখিত ভাবে আবেদন করেছেন গাজল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকার।
এলাকার তৃণমূল নেতারাও দাবি করছেন , নিয়মিত এই কালভার্ট এবং রাস্তা সংস্কার করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন