এখন শুধুই রাজনীতি ,আর রাজনীতি - গৌতম দেব

 গাছ কাটা নিয়ে রাজনীতি চলছে - শিলিগুড়ির  মেয়র গৌতম দেব



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৬ মার্চঃ  গাছ কাটা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। তাই আমি এই সব কিছু মাথায় নিই না। আজ একটি উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঠিক এই কথাই জানালেন মেয়র। তিনি জানালেন বিরোধীরা একটু সূযোগ পেলেই শুরু করে দেয় চিৎকার এবং চেচামেচি। তবে আমি এই সব জবাব দেব একেবারে আলাদাভাবে। তাই এখন আমার কিছু বলতে ইচ্ছে করছে না বলে জানালেন মেয়র। তিনি আরো জানালেন আমাদের সামনে এখন শুধুমাত্র ভোট তাই এই সব নিয়ে সময় নষ্ট করতে আমি একেবারেই চাইছি না। আমি সময় আসলে এর জবাব দেব যথারীতি জানালেন অভিযোগ। তিনি এও জানালেন বিরোধীরা  সময় পেলেই এই ধরনের কাজ তৈরী করে যাচ্ছে। তাই আমি এই ধরনের বিতর্ক নিয়ে একেবারেই মাথা ঘামাই না জানালেন মেয়র। তার কথায় মানুষের জন্য কাজ করতে নেমেছি ভালো এবং মন্দ সবকিছুই শুনতে হয় আমাকে ।তবে আমি কাজ যেমন করে যাচ্ছি সেইভাবেই কাজ করে যাব।কে কি বলল আমি সেইসব নিয়ে একেবারেই মাথা ঘামাই না, জানালেন মেয়র নিজেই। প্রসঙ্গতঃ কয়েকদিন আগেই বি জে পি'র বিধায়ক শঙ্কর ঘোষ , গাছ কাটা নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন 

মন্তব্যসমূহ