মালদা উত্তরের তৃণমূল প্রার্থীর পরিচয় পর্ব

 পরিচয় পর্ব সারলেন ,তৃণমূল কংগ্রেসের উত্তর মালদা কেন্দ্রে প্রার্থী



বিশেষ সংবাদদাতা , মালদা , ১৫ মার্চঃ ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই,তৃণমূলের উত্তর মালদা কেন্দ্রে প্রার্থীকে নিয়ে পরিচয় পর্ব সারলেন জেলা নেতৃত্ব,শুক্রবার হবিবপুর বিধানসভার, হবিবপুর ও বামনগোলা ব্লকের,তৃণমূল কংগ্রেসের অধীনে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য,সদস্যা প্রধান উপপ্রধান এবং বুথ সভাপতিদের নিয়ে হবিবপুর রাইস মিল হাট এলাকায় হয়ে গেল কর্মী সভা ও প্রার্থী পরিচিতি সভা ।উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কে সহ জেলা নেতৃত্ব  বরণ পর্বের মধ্যে দিয়ে কর্মী সভা ও পরিচয় পর্ব করা হয়।তৃণমূলের প্রার্থী সহ জেলা নেতৃত্বরা,বিভিন্ন বক্তার মধ্যে দিয়ে হবিবপুর বিধানসভার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তৃণমূলের উত্তর মালদা  কেন্দ্রের প্রার্থী তুলে ধরেন নানা সমস্যার কথা ।  ভোট নিয়ে নির্বাচনী প্রচারে কর্মীদের যে কোন সমস্যা হলে সরাসরি  ফোন করতে পারেন বলে জানান প্রার্থী ।  তাদের পাশে সব সময় রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলে জানান সমর্থকরা ।এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী জেলা চেয়ারম্যান সমর মুখার্জি সহ  তৃণমুল কংগ্রেসের জেলা, ব্লক সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

মন্তব্যসমূহ