আলুর ক্ষেতে গিয়ে প্রচার সিপিএম প্রার্থীর

 আলুর খেতে গিয়ে প্রচার জলপাইগুড়ির সিপিএম প্রার্থীর  



কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ২৮ মার্চ:  জলপাইগুড়িতে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন আলুর ক্ষেতে গিয়ে আজকে চাষীদের মধ্যে প্রচার করলেন। আজ সকালে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন জলপাইগুড়ি শহরের সুভাষনগরে গিয়ে আলুর  চাষীদের সাথে দেখা করলেন। তাদের সুবিধা এবং অসুবিধার কথা জিঞ্জাসা করলেন। চাষীদের সাথে অনেকক্ষন কথাও বলেন সিপিএম প্রার্থী। তিনি আজ জানালেন ভোট চলে এসেছে তাই সাধারন মানুষের কাছে যেতে হবেই আমাকে। কারন তারাই আমার কাছে সব, আজকে আমি প্রার্থী হয়েছি বলেই নয় আমার ছোট বেলার থেকেই মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা বেশী। আমি যদি জিতে যাই দেখব এই সব মানুষের মুখে যাতে হাসি ফোটে। এদিন সিপিএম প্রার্থী দেখা করেন বিভিন্ন সবজীওয়ালা এবং মাছওয়ালাদের সাথে। তাদের পায়ে হাত দিয়ে প্রনাম করে ভোট প্রার্থনাও করেন তিনি। জানান এইসব মানুষের আর্শীবাদ আমার কাছে এক অসাধারন অনূভুতি। তাই আমি সবার আগে এদের পাশে দাড়াতে চাই জানালেন তিনি। তিনি আরো জানালেন আমি করব মানুষের জন্য কাজ করব। এদিন সিপিএমের প্রার্থীর সাথে প্রচারে ছিলেন সিপিএমের যুব পুরুষ এবং মহিলা সদস্যরা

মন্তব্যসমূহ