বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ , আজো উত্তেজনা কুমিরমারিতে
বিশেষ সংবাদদাতা , কুমিরমারি , ২৬ মার্চ: ভোটের দামামা বাজতেই রাজনৈতিক চাপান উতোর , সংঘর্ষ বাড়তে শুরু করেছে। কোথাও আবার হত্যার অভিযোগ উঠেছে শাসক দলের বিপক্ষে , উল্টোদিকে সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। কখনো উত্তপ্ত হচ্ছে ভাঙ্গর , আবার কখন উত্তপ্ত হচ্ছে কুমিরমারি। দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি অঞ্চলে গতকাল সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের ওপর দোষারোপ শুরু করে বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সরদার বলেন , বিজেপির কর্মীরা, দেয়াল লিখছিল , সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা এসে হামলা করে , বিজেপির কর্মীদের এলোপাতাড়ি মারধর করে। প্রশাসন ও পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়ে বিজেপির কর্মীদের গ্রেফতার করে। এই প্রশাসনকে ধিক্কার জানাই।'
অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডল বলেন , হোলির দিনে তৃণমূলের কর্মী সমার্থকরা আনন্দ করছিল। সেই সময় বিজেপির কিছু গুন্ডাবাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে মারধর করে , তাদের মাথায় অস্ত্র ধরে , তাদের গুরুতর অবস্থায় কুমিরমারি হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে। তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন