মালদা উত্তর সরগরম দুই প্রতিপক্ষের রাজনৈতিক তরজায়
বিশেষ সংবাদদাতা , মালদা , ১৬মার্চ: নিজেরই আত্মস্তুতি তৃণমূল প্রার্থীর মুখে।সাথে কেন্দ্রের শাসকদলকে বেলাগাম আক্রমণ।দশ দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাওয়ার হুঁশিয়ারি।তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএসের নিশানা কেন্দ্রীয় বাহিনীকেও।পাল্টা জবাব বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদের।উত্তর মালদায় সরগরম রাজনীতি। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে নির্বাচন। চতুর্থ দফায় মালদা জেলায় ভোট মে মাসের ৭ তারিখ। তার মাঝে ঊর্ধ্বমুখী রাজনীতির পারদ।শনিবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি কর্মীসভা করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জী, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রমুখ। মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অধিক আত্মবিশ্বাসের সুর শোনা যায় প্রাক্তন পুলিশ কর্তার গলায়। তিনি দাবি করেন তিনি প্রার্থী হওয়ার ফলে বিজেপি ভয় পেয়ে গেছে। খেলার মাঠ ছেড়ে পালিয়েছে। সাথে তার হুঁশিয়ারি তিনি সব কিছুই জানেন। দশ দিনের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে। সে ক্ষেত্রে কি হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী এই নিয়ে প্রশ্ন উঠেছে? দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে জমিদার বলে কটাক্ষ করেন তিনি। তার দাবি খগেন মুর্মু পাঁচ বছরে কোন উন্নয়ন করেননি। শুধু ওই জমিদারদের হয়ে কাজ করেছেন। মালদায় বিমানবন্দর কেন্দ্র সরকারের জন্য চালু হয়নি। সাথে তার অভিযোগ বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখালে। তিনি সব নিয়ম জানেন যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আর প্রসূনের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক। খগেন মুর্মুর পাল্টা দাবি পুলিশ সুপার থাকাকালীন অনেক মিথ্যা মামলা দিয়েছেন। প্রসুনবাবুকে জেতালে মানুষকে কলকাতা যেতে হবে দেখা করতে। তৃণমূল এখানে কোন প্রার্থী পাইনি।তাই কোলকাতা থেকে প্রার্থী এনেছে।ভোট ঘোষণা হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন