মালদায় কচি কাঁচাদের বসন্তোৎসব

 বসন্ত উৎসবে মাতলো পুরানীগ্রাম পিপি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচারা 



 নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৩ মার্চঃ     বসন্ত মানেই কোকিলের গুঞ্জন বসন্ত মানেই আম্র মুকুল এর গন্ধ মিঠা বাতাস ফুলের সাজে প্রকৃতি । বসন্ত এলেই আনন্দে মেতে উঠে সকলে। সাথে থাকে রঙের বাহার। দিকে দিকে চলে উৎসবের আমেজ। এরই মাঝেই এক ভিন্ন চিত্র ধরা পরল। প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মেতে উঠলো বসন্ত উৎসবে।ওরে গৃহবাসী খোল দ্বার খোল কবিগুরু সৃষ্টির সুরে মানিকচকের মথুরাপুর অঞ্চলের পুরানীগ্রাম পিপি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উদযাপন করল বসন্ত উৎসব। রীতিমত আবির মেখে সারা এলাকা মাতিয়ে বেড়ালো খুদেরা। এই ছোট্ট শিশুদের প্রচেষ্টার রীতিমতো প্রশংসা করেছে এলাকাবাসী। প্রাথমিক বিদ্যালয়ের পঠন-পাঠনের পাশাপাশি আনন্দদায়ক পাঠের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারই অংশ হিসাবে এই আয়োজন বলে জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ।  ছোট ছোট খুদেরা হলুদ বাসন্তী রঙের শাড়ি পরে এদিনের  এই উৎসবে অংশগ্রহণ করেছে। গানের তালে তালে তাল মিলিয়ে পায়ে পায়ে প্রদক্ষিণ করেছে সারা এলাকা। উৎসবের আমেজে শিশুদের দেখে খুশি এলাকাবাসী।

মন্তব্যসমূহ