পাহাড়ে অনিত থাপার কাছে দার্জিলিংজেলা তৃণমূল সভাপতি

 অনিত থাপা সমীপে দার্জিলিং তৃণমূলের জেলা সভাপতি 



 কুশল দাশগুপ্ত , দার্জিলিং , ২৭ মার্চঃ  দার্জিলিং এ BGPM সভাপতি আনিত থাপার  সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের  জেলা সভাপতি ,করলেন গুরুত্বপূর্ণ আলোচনা।

সকালে জেলা সভাপতি পাপিয়া ঘোষ দেখা করলেন অনিত থাপার সাথে। করলেন গুরুত্বপূর্ণ আলোচনা। পাহাড়ের বর্তমান রাজনীতি কার উপরে নির্ভর করছে সেটা নিয়ে অনেকেরই জিঞ্জাসা ছিল। অনিত থাপার সাথে দার্জিলিং জেলা সভাপতির আজ গুরুত্বপূর্ণ বৈঠকে এটা প্রমানিত হয়ে গেল পাহাড়ের দাপট এখন কার হাতে। এদিন জেলা সভাপতিকে অভ্যর্থনা জানালেন অনিত থাপার অনুগামীরা। এদিন অনিত থাপা জানালেন আমার জেলা সভাপতি পাপিয়াদির সাথে কিছু কথা হল ভোট নিয়ে। আমি আমার তরফ থেকে যতটুকু বলবার আমি বলে দিয়েছি। পাপিয়াদি খুব জনপ্রিয় রাজনীতিবিদ এবং খুব ভালো মহিলা, ওনার ব্যাবহারও প্রচণ্ড ভালো। আশা করছি ওনার সাথে আজকের আলোচনায় দুইদলেরই লাভ হবে। অন্যদিকে জেলা সভাপতি জানান দলের নির্দেশে আজকে দার্জিলিং এ এসেছি। অনিত জির সাথে কথা হল। আশা করছি আমাদের সবারই ভালো হবে। সামনেই ভোট তাই আমাদের সবার ইচ্ছে পাহাড়ের মানুষ ভালো থাকুন। তাই আমাদের আজকের বৈঠক সফল হওয়া অত্যন্ত জরুরী ছিল। আমাদের দরকার ছিল এই ধরনের বৈঠকে।জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

মন্তব্যসমূহ