একই রাজ্যের দুটি দল রঞ্জি ট্রফি ফাইনালে

 ৫৩ বছর আগের স্মৃতি ফিরল, একই রাজ্যের দুটি দল রঞ্জি ট্রফি ফাইনালে!



সজল দাশগুপ্ত,  মার্চঃ    এবার রঞ্জি ট্রফির ফাইনালে পরস্পর মুখোমুখি হতে চলেছে, মুম্বাই বনাম বিদর্ভ। ৫৩ বছরের আগের স্মৃতি আবারও ফিরলো। ১৯৭১ সালে একই রাজ্যের দুটি দল ফাইনালে উঠেছিল। সেইবার রঞ্জিত ট্রফি ফাইনালে পরস্পর মুখোমুখি হয় বোম্বে বনাম মহারাষ্ট্র। ফাইনালে বোম্বে মহারাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আবারো ৫৩ বছর পূর্বে স্মৃতি ফিরে এলো। একই রাজ্যের দুটি দল যথাক্রমে এবার পরস্পরের প্রতিবন্ধিতা করবে রঞ্জি ট্রাফির ফাইনালে। কোন দল চ্যাম্পিয়ন হবে তা সময় বলে দেবে। তবে বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো যতবার রঞ্জি ট্রফির ফাইনালে বিদর্ভ উঠেছে। ততবারই তারা সেরা শিরোপা অর্জন করেছে। তারা এখনো অপরাজিত রয়েছে রঞ্জি  ফাইনালে।

মন্তব্যসমূহ