রাজনীতির ময়দানে বাকযুদ্ধে বাক সংযমের বালাই নেই

 বাকযুদ্ধে শাসক দলের  বাক সংযমের বালাই দূর অস্ত মালদা উত্তরের রাজনীতির ময়দানে  



বিশেষ সংবাদদাতাঃ  মালদা;১৭মার্চ: উত্তর মালদায় তৃণমূলের বহিরাগত প্রার্থী নিয়ে তরজা তুঙ্গে। বহিরাগত প্রার্থী নিয়ে বারবার কটাক্ষ করছে বিজেপি। তারই পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রসঙ্গ টেনে আনলেন জেলা তৃণমূল সভাপতি।সাথে মমতা অভিষেকের বিরুদ্ধে বললে পিঠের চামড়া তুলে নেওয়ার বিস্ফোরক মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে। দেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতা।আর উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে উত্তর মালদার লোকেরাই চেনে। তৃণমূল এই প্রসঙ্গ টেনে অশিক্ষার পরিচয় দিচ্ছে পাল্টা কটাক্ষ বিজেপির। উত্তর মালদায় তুঙ্গে রাজনৈতিক তরজা। হরিশ্চন্দ্রপুরে কর্মী সভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি বিস্ফোরক মন্তব্য করলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। মূলত এই হরিশ্চন্দ্রপুর থেকেই উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নাম না করে কটাক্ষ করেন বক্সী কে। বিজেপি প্রার্থী খগেন মুর্মুও বারবার বহিরাগত প্রার্থীর ইস্যু সামনে আনেন।তারই পাল্টা বলতে গিয়ে বেফাস মন্তব্য জেলা তৃণমূল সভাপতির। প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন গুজরাট থেকে একজন বারানসিতে এসে লড়ছে। আর প্রসূনবাবু রাজ্যের মধ্যেই আছেন। তাই বিজেপি আগে সেটা জবাব দিক। সাথে তিনি বললেন মমতা অভিষেকের নামে কেউ কুৎসা করলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। এই প্রসঙ্গে পাল্টা তীব্র প্রতিক্রিয়া বিজেপির। বিজেপির দাবি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। একজন বিশ্ববরেণ্য নেতা। যাকে পৃথিবীর সকলে চেনে। আর উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসুন ব্যানার্জিকে উত্তর মালদার সকলেই ভালো করে চেনে না।তাই এই তুলনা অশিক্ষার পরিচয় দেয়। পিঠের চামড়া তুলে নেওয়ার মন্তব্য বিজেপির দাবি এটাই তৃণমূলের সংস্কৃতি।ভোট যতই আসছে জুজুধান বিপক্ষের বাকযুদ্ধে চড়ছে রাজনীতির পারদ।

মন্তব্যসমূহ