প্রচারে বেরিয়ে আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২৭ মারচঃ লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জোর কদমে লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করে দিয়েছে। পাখির চোখ থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং আসনটির উপর । তৃণমূল কংগ্রেস আগেই এই আসনে প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেসের হয়ে এবারে হয়ে লড়ছেন গোপাল নামা। অপরদিকে বিজেপি সম্প্রতি এই আসনে প্রার্থী দিয়েছে এবারে বিজেপির প্রার্থী হয়েছেন গতবারের বিজয়ী রাজু বিস্ত।
জোর কদমে তিনি প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত । এই দিন তিনি মহাবীর স্থানের অন্তর্গত বহু পুরনো ঐতিহ্যশালী আনন্দময়ী কালীবাড়িতে পুজো দিলেন। এদিন বিকালে তিনি আনন্দময়ী কালী বাড়িতে উপস্থিত হন এবং সেখানে মায়ের পুজো দেন এবং মায়ের আরতি করেন। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়েছিল, তাঁর সাথে উপস্থিত ছিলেন একাধিক বিজেপির শীর্ষ নেতৃত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন