জাল লটারির টিকিট চক্র মালদায়

 জাল প্রতারনা চক্র সক্রিয় মালদায় , এবার লটারির টিকিট 



বিশেষ সংবাদদাতা , মালদা; ২১মার্চ: মালদা যেন প্রতারনা চক্রের জালে জড়িয়ে পড়ছে । আগে জাল প্রতিবন্ধী সার্টিফিকেট এর ঘটনা , এরপর জাল লটারির টিকিট ।  বিহার থেকে ক্রমশ বাংলায় সক্রিয় হচ্ছে জাল লটারি চক্র। এর আগেই লটারি দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। ডিয়ার লটারি নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এবার ডিয়ার লটারির জাল টিকিট বিক্রির অভিযোগ। সেই জাল লটারির প্রতারণা চক্রের পর্দা ফাঁস করলো আইসি। নতুন আইসি দায়িত্ব পেতেই গ্রেপ্তার ৫। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিজেপির অভিযোগ এই রাজ্যে সব কিছুই জাল।পাল্টা তৃণমূলের দাবি পুলিশ সক্রিয় তাই প্রতারকরা গ্রেপ্তার। জাল লটারি টিকিট বিক্রি করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।এর আগে প্রতিবন্ধীদের জাল সার্টিফিকেটের প্রতারণা চক্রের পর্দা ফাঁস করেছিলেন বিডিও। এবার পর্দা ফাঁস করলেন নবনিযুক্ত আইসি। পুলিস জানায়, গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা ও কুশিদা এলাকায় লটারি টিকিট বিক্রির দোকানে হানা দিয়ে তুলসীহাটা থেকে গোপাল রাম, পুতুল ঢালি ও পবন সাহা এবং কুশিদা এলাকা থেকে মনোজ ঘোষ কে জাল লটারি সহ গ্রেফতার করা হয়।যোগসূত্র সন্দেহে চাঁচল থানার স্বরুপগঞ্জ এলাকা থেকে সুশান্ত কুমার অধিকারী নামে এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়। অভিযুক্তরা জাল লটারির টিকিট বিক্রির কথাও স্বীকার করে নিয়েছে৷


হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন 'একটি নামি লটারি সংস্থার নামে এই টিকিট বাজারে বিক্রি করা হত।তাদের  হাত ধরে ক্রমশই এই জাল টিকিট বিক্রির প্রবণতা বাড়ছিল।জাল টিকিট চক্রের এজেন্টদের হাত ধরে এই টিকিট পৌঁছে যায় সর্বত্র।প্রতিষ্ঠিত কোম্পানিগুলির থেকে এই টিকিট-এর কমিশন বেশি থাকায় বেশ কিছু দোকানদার এই টিকিট বিক্রি করেন। ধৃত পাঁচ অভিযুক্তকে জেরা করে কিছু তথ্য পাওয়া গিয়েছে।এই প্রতারণার ব্যবসায় আর কারা কারা জড়িত আছে তদন্ত চলছে।।'

মন্তব্যসমূহ