অসময়ে তুষারপাত, খুশির হাওয়া পর্যটকদের মধ্যে
সজল দাশগুপ্ত, দার্জিলিং , ২০ মার্চঃ শীতের বিদায় বেলা বসন্তের আগমন ঘটেছে। সামনেই রয়েছে রঙের উৎসব হোলি।অনেকেই এই সময় দার্জিলিঙে ছুটি কাটাতে গিয়েছেন। আর পাহাড়ে ছুটি কাটাতে গিয়েই তুষারপাত দেখার সৌভাগ্য হল তাদের। ভরা বসন্তেও তুষারপাতের ঘটনা ঘটলো, উৎসাহিত পর্যটক মহল। অনেকেই এই মার্চ মাসে তুষারপাত হওয়ার ঘটনায় হতবাক হয়েছেন। তবে অকাল তুষারপাতের ঘটনায় আনন্দ তারিয়ে তাড়িয়ে অনুভব করছে পর্যটকরা। এমনিতেই সময় সাধারণত পাহাড়ে পর্যটকদের যাওয়ার হিড়িক থাকে। তাই বর্তমানে অনেকেই রয়েছেন পাহাড়ে। পাহাড়ের রোমাঞ্চ উপভোগ করার সাথে সাথে তুষারপাতের ঘটনার সাক্ষী থাকতে পেরে ভালো লাগছে পর্যটকদের। এদিন সকালে তুষারপাতের ঘটনা ঘটেছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার বৃষ্টি হয়েছিল পাহাড় জুড়ে। এদিন সকালে ঘুম ভাঙতেই রাস্তায় তুষারের আস্তরণ দেখে হতবাক হয়ে যান পর্যটকরা। বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে গোটা রাস্তা। অপরদিকে সমতল শহর শিলিগুড়িতে এদিন রোদের দেখা পাওয়া যায়নি। সারাদিনই ছিটেফোঁটা বৃষ্টি। অনেকেই গরম জামা গায়ে দিয়ে বেরিয়েছেন। সব মিলিয়ে পাহাড় থেকে সমতল বসন্তে শীতের উপভোগ করতে মগ্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন