টিয়া উদ্ধার

 পাচারের আগেই এনজেপী থেকে উদ্ধার টিয়া , আটক ২ 



নিজস্ব সংবাদদাতা , এন জে পী , ২ মার্চঃ এন জেপী থেকে উদ্বার টিয়া পাখি।আজ সকালে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে উদ্বার করা হল প্রায় তিনশো টিয়াপাখি।পাচারকারী দুজন ষ্টেশন থেকে নেমে একটি গাড়িতে টিয়াপাখিগুলিকে নিয়ে যাবার সময় তাদের আটক করে পুলিশ।আটক দুজনের বাড়ি রায়গঞ্জে।তারা ট্রেনে করে মাসে দুবার করে টিয়াপাখি নিয়ে এসে পাচার করত।আজ সকালে ষ্টেশনে নেমে যখন তারা গাড়ি ধরছিল তখনই সন্দেহ হয় পুলিশের।তারা তখনই তাদের ষ্টেশনেই জিঞ্জাসাবাদ শুরু করে।সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করে।এবং ওই টিয়াপাখিগুলিকে উদ্বার করে।জানা গেছে তারা এর আগেও ট্রেনে করে ময়না এবং কাকাতুয়া পাচার করছিল।সকালেই ষ্টেশনে পাচারকারী ধরা পড়ায় প্রচুর মানুষ ষ্টেশনে পৌছে যান।আজ দুপুরে ওই পাচারকারীদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এর আগেও পাচারকারীরা ফুলবাড়ী সীমান্ত দিয়ে টিয়া পাচার করেছিল। বেশীরভাগ টিয়া পাচার হত নেপালেই। কারন নেপালে টিয়াপাখি বেশী দেখতে পাওয়া যায় না আর নেপালে বেশ জনপ্রিয় টিয়াপাখি। নেপালি যুবকেরা যারা একেবারেই বেকার তারা ভারতে আসেন এই টিয়াপাখি নিয়ে তা পাচারের উদ্দেশ্য নিয়েই। নেপাল থেকে টিয়াপাখি বাইরের অনেক দেশে পাচার করা হয় বলে খবর পাওয়া গেছে।


মন্তব্যসমূহ