সন্দেশখালির ঘটনা সাজানো ও সামান্য - বললেন রাজ্যের মন্ত্রী


সন্দেশখালির ঘটনা সাজানো ও সামান্য - ভোটের প্রচারে বললেন  রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন



 বিশেষ সংবাদদাতা  , মালদা;১৫মার্চ: প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন এবং ভোট প্রচারে নেমে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সন্দেশখালির ঘটনাকে সামান্য এবং সাজানো ঘটনা বলে আখ্যা দিলেন রাজ্যের মন্ত্রী।সন্দেশখালি সামান্য ঘটনা হলেও মনিপুর নিয়ে সরব রাজ্যের মন্ত্রী। মনিপুরের ঘটনা কে বললেন নক্কারজনক। পাল্টা তীব্র প্রতিক্রিয়া বিরোধীদের। বিজেপির অভিযোগ উনি নিজের ঘরের আগুন না দেখে পাশের ঘরে আগুন দেখছেন। সিপিএমের দাবি এলাকায় এলাকায় সন্দেশখালি হয়েছে।সাথে মনিপুর নিয়ে বিজেপিকেও তোপ সিপিএমের। লোকসভার প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে দেওয়াল লিখন এবং প্রচার করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। বিজেপির দেওয়াল লিখনের পাশেই দেওয়াল লেখা শুরু করে তৃণমূল।একদিকে লেখা রয়েছে "অবকি বার  ৪০০ পার"।পাশেই তৃণমূলের লেখা "৪২ এ ৪২"।সেখান থেকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন প্রতিমন্ত্রী। বিরোধীদের বলা বহিরাগত প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন তৃণমূলে প্রার্থী একটাই মমতা ব্যানার্জি।ভোট প্রচারে সন্দেশখালি ইস্যুকে সামনে রাখছে বিজেপি। সেই প্রসঙ্গে তাজমুলের দাবি সন্দেশখালি সামান্য এবং সাজানো ঘটনা। কিন্তু মনিপুরের যে ঘটনা তা নক্কারজনক।আর মন্ত্রীর এই বক্তব্য সামনে আসতেই বিতর্কের ঝড়। বিজেপির অভিযোগ সন্দেশখালিতে নির্যাতিতা মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করছে। আর মহিলাদের ইজ্জত লুঠ হওয়াকে ছোট ঘটনা বলছেন রাজ্যের দায়িত্ব প্রাপ্ত একজন মন্ত্রী। বিজেপির আরো অভিযোগ প্রতিমন্ত্রী নিজের বিধানসভার জন্য কোনো কাজ করেন নি।মানুষ ভোট বাক্সে তৃণমূলকে সাফ করে দেবে।সিপিএমের দাবি সন্দেশখালি এবং মনিপুর এই দুই ঘটনায় মুখ পুড়িয়েছে দেশে। একটি তৃণমূল শাসিত রাজ্য এবং অন্যটি বিজেপি শাসিত। সাথে সিপিএমের দাবি হরিশ্চন্দ্রপুর এলাকাতেও সন্দেশখালির মতো পরিস্থিতি।ভোট ঘোষণার প্রাক্কালেই তুঙ্গে বিতর্কের ঝড়।

মন্তব্যসমূহ