জানিয়ে লাভ হয় না , তাই উন্নয়নের জন্য আদালতের কাছে গ্রামবাসীরা

 উন্নয়ন নেই , আদালতের দ্বারস্থ হচ্ছেন গ্রামবাসীরা 



বিশেষ সংবাদদাতা , মালদা , ২৮ মার্চঃ ভোট আসে ,ভোট যায় । গণদেবতার আর হাল ফেরেনা । প্রতিশ্রুতির বন্যায় ভেসে গেলেও , উন্নয়নের ক্ষরা কিছুতেই কাটে না । সেই দৃশ্যই আজ মালদার এক প্রত্যন্ত গ্রামে ।   মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগবাড়ি এলাকা এলাকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ এলাকায় রয়েছেন জলের সমস্যা রাস্তার সমস্যা ও বিদ্যুতের সমস্যা। গরম করতেই যেমন শুরু হয় জল কষ্ট পাশাপাশি বর্ষা আসতেই রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে যায়।  ব্লকের বিডিও থেকে শুরু করে জেলাশাসকের কাছে বারবার আবেদন নিবেদন জানিয়ে কোন লাভ না হয় এবার আদালতের দ্বারস্থ হতে চলেছেন গ্রামবাসীরা। মানুষ উন্নয়ন থেকে ব্যাহত আজ যে কারণেই মানুষকে আজকে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এই এলাকা পুরসভায় আনার চেষ্টা চলছে। তাহলে সেখানে উন্নয়ন হবে দাবি তৃণমূলের।

মন্তব্যসমূহ