ব্রিগেডে 'জনগর্জন সভা'কে সফল করার ডাক দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১ মার্চঃ আগামী ১০ মার্চ বিগ্রেডে রাজ্যের শাসক দল , তৃণমূল কংগ্রেসের 'জনগর্জন সভা' । এই নিয়ে দার্জিলিং জেলা নেতৃত্ব আজ এক কর্মী সভার আয়োজন করে । ' আগামী দশই মার্চ আমাদের বিগ্রেডে আসল পরীক্ষা । আমাদের সবাইকে যেতে হবে বিগ্রেডে। অবশ্যই সবাই যাবেন। কারণ সামনের নির্বাচনে আমার কঠিন পরিক্ষা, এই পরিক্ষায় আমাদের সফলভাবে উত্তীর্ণ হতে হবে।' দলীয় কর্মীদের নিয়ে এক জরুরী সভায় এমনটাই জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ । এদিন তিনি জানান আমাদের কাজ এই বিগ্রেডের জনসভাকে সফল করে তোলা। তাই আমার আহবান সবাইকে "চলুন যাই বিগ্রেডে"।বিজেপী এবং সিপিএম মিলে এবারের লোকসভা নির্বাচনে আমাদের হারাবার চেষ্টা করবে, আমাদের কাজ ওদের এই চেষ্টাকে ব্যার্থ করে দেওয়া। জেলা সভাপতি এদিন জানালেন সামনের নির্বাচনে বাংলাকে ধসিয়ে দেবার একটা চেষ্টা করবে বিজেপী। সেটা আমাদের সবাইকে মিলিত উপায়ে ব্যার্থ করতে হবে। এদিন জেলা সভাপতি আরো জানান সামনের বিগ্রেডের জনসভায় আমাদের প্রমান করে দিতে হবে যে সামনের নির্বাচনে বাংলার হাল ধরবে তৃণমূল কংগ্রেস। তাই কোন ধরনের কারচুপি এবং ছলনা একেবারেই চলবে না। বিজেপী এবারের নির্বাচনে ইডি এবং সিবিআই এর সাহায্য নিয়ে সাধারন মানুষের চোখ অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা করবে কিন্তুু আপনারা কিছুতেই ওদিকে তাকিয়ে দেখবেন না। আমাদের আপাতত সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হল আমাদের মুখ্যমন্ত্রীর ব্রিগেডের ডাককে সফল করে তোলা। তাই আমি সবাইকে আহবান করছি ব্রিগেডে যেতে। কারন এই সময় আমাদের দরজাগুলি খুলে দিতে হবে। গর্জন করে উঠতে হবে এখানে। তাই এই গর্জন। তবে এবারে গর্জন করে উঠতে হবে সাধারন মানুষকে। এদিন দার্জিলিং জেলা সভাপতির ডাকা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা নেতৃত্ব এবং মহিলা কর্মীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন