বিকল্প বসন্তোৎসব

 বিকল্প বসন্তোৎসব সোনাঝুরিতে 



সজল দাশগুপ্ত , শান্তিনিকেতন , ২৬ মার্চঃ   বিকল্প বসন্ত উৎসব শান্তিনিকেতন এলাকায় সোনার ঝুরিতে ।পরপর পাঁচ বছর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়নি বসন্ত উৎসব। তাই বিশ্বভারতীর আদলে বোলপুর ও শান্তিনিকেতনের একাধিক এলাকায় আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। সেইমতো সোনাঝুরি, জামবুনি, রতনপল্লী, বেলতলা নাগরিক সমাজ সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ড ও নানান এলাকাতে একইভাবে আয়োজন হয়েছে বসন্ত উৎসবের। শান্তিনিকেতনের রতন পল্লীতে ২নং ওয়ার্ডে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী ও অন্যান্যদের উদ্যোগে আয়োজিত হচ্ছে বসন্ত উৎসব। তবে এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। দীর্ঘক্ষণ কুয়াশা ও তার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকার কারণে সমস্ত জায়গাতেই অনুষ্ঠান শুরু হওয়াতে কিছুটা দেরি হয়।

মন্তব্যসমূহ